রবি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ২০২২
রবি ইন্টারনেট অফার ২০২২
মেয়াদ হীন ইন্টারনেট প্যাক, ও রবি আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করেছে রবি আজিয়াটা লিমিটেড। রবি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ ব্যাবহার করে গ্রাহকগণ আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজিং ও ডাউনলোড করতে পারবেন। যারা মেয়াদহীন ইন্টারনেট প্যাক বা মেয়াদযুক্ত সীমাহীন ইন্টারনেট প্যাক ব্যবহারে আগ্রহী তাদের জন্য রবি অপারেটরটির এই প্যাক গুলো অনেক হেলফুল হবে বলে আশা করি।
ছবি: সংগ্রহীত
রবি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ২০২২
বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম অপারেটর কোম্পানি রবি। গ্রাহকদের জন্য সীমাহীন ডেটা প্যাকেজ এনেছে এই মোবাইল অপারেটর কোম্পানি।
আকর্ষণীয় এসব প্যাক রবি গ্রাহকদের নতুনত্ব সৃষ্টি করবে বলে ধারণা করে কোম্পানিটি। রবি আজিয়াটা জানাচ্ছে; দেশের ৭৪ পার্সেন্ট নাগরিক রবি ইন্টারনেট ইউজ করে থাকেন। বাংলাদেশে যা সর্বোচ্চ স্থানে রয়েছে। এবং দেশের ৬৫% নাগরিক ফোরজি ইন্টারনেট ইউজ করেন যা বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। রবির এ ইন্টারনেট প্যাকগুলো অনেকের প্রয়োজন মিটাবে। ইন্টারনেট সেবার ক্ষেত্রে যে সমস্ত সীমাবদ্ধতা ছিল তা অনেকাংশেই দূর হয়ে যাবে।
রবি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ২০২২। তালিকা
১০, ২০, ৫০ জিবির মেয়াদহীন ডেটা প্যাকগুলোর মূল্য যথাক্রমে ৪৪৪, ৭৭৭ এবং ১৪৪৪ টাকা। অন্য সব ডেটা পেকসমূহ থেকে দশ জিবির প্যাকটি বেশ আকর্ষণীয়।
এছাড়া রবি গ্রাহকরা ২৩ টাকায় ২ঘণ্টা এবং ৩৪ টাকায় ৩ঘণ্টা সীমাহীন ডেটা ব্যাবহার করতে পারবে। এবং এর মাধ্যেমে যত খুশি ফেসবুকিং ডাউনলোডিং করতে পারবে। তবে প্যাকেজগুলো শর্তপ্রযোজ্য। আর এসব প্যাকেজ গুলোর মেয়াদ ১১ বসর পর্যন্ত।
