অ্যাডসেন্স ডিজেবল হওয়ার কারণ কি? কেন এডসেন্স ডিজেবল হয়? ২০২২

ব্লগার, ওয়ার্ডপ্রেস, ইউটিউব অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা সাধারণত গুগল অ্যাডসেন্স এর দ্বারা অ্যাড শো করিয়ে উপার্জন করে থাকে। কারণ গুগল এডসেন্স এর মত অন্য কোন এডভারটাইজ প্ল্যাটফর্ম সিপিসি ও সি-টি-আর দিতে পারবেনা। গুগল এডসেন্স বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে, এর কারণ হল; ভালো সিপিসি দেয়। গুগল এডসেন্স যেমন ভাল সিপিসি দেয়, তেমন পাবলিশারদের কিছু কঠোর নিয়মে বেধে দেয়। এই নিয়মের বাইরে যারা যাবে তাদের গুগল এডসেন্স ডিজেবল হবে এটা শতভাগ নিশ্চিত। তো এবার আমরা জানবো কি জন্য গুগল এডসেন্স ডিজেবল হয়। এই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। গুগল এডসেন্স একাউন্ট ডিজেবল হওয়ার পেছনে অনেক কারণেই রয়েছে। তবে গুগল এডসেন্স একাউন্ট disable হওয়ার পিছনে মূল কারণ হলো দুইটি। যথা: self click, PTC click.



অ্যাডসেন্স ডিজেবল হওয়ার কারণ কি? কেন এডসেন্স ডিজেবল হয়? ২০২২


অ্যাডসেন্স ডিজেবল হওয়ার কারণ কি? কেন এডসেন্স ডিজেবল হয়? ২০২২

উপরে উল্লেখিত কারণ ছাড়া আরো অনেক কারণ রয়েছে কিন্তু যেমনটা বললাম এ দুটি কারণেই হল মেইন কারণ। google এডসেন্স একাউন্ট ডিসেবল হওয়ার পিছনে। প্রথমে আমরা এ দুটি প্রধান কারণ সম্পর্কে জানব তারপর অন্যান্য কারণগুলো সম্পর্কে জানব।

✍️ সেল্ফ ক্লিক কি ❔

সেল্ফ ক্লিক হচ্ছে নিজের বিজ্ঞাপনে নিজেই ক্লিক করা। যদি আপনি আপনার নিজের বানানো blog YouTube or website বিজ্ঞাপনে ক্লিক করার কথা ভেবে থাকেন আয় বাড়ানোর জন্য তবে এটি হতে পারে আপনার অ্যাকাউন্ট ডিজেবল করার সবচেয়ে বড় কারণ। এটি সরাসরি গুগল এডসেন্সের কঠোর নিয়মের বহির্ভূত। করার ফলে গুগল এডসেন্স অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যায়। গুগল এডসেন্স পলিসিতে স্পষ্টভাবে বলা আছে যে নিজের অ্যাডসে নিজে ক্লিক করা থেকে বিরত থাকতে। তাই আপনার ব্লগ বা youtube চ্যানেলে হোক সিপিসি বাড়ানোর কথা ভেবে কখনো নিজের চ্যানেলে ক্লিক করার কথা ভাববেন না। যদি ক্লিক করেন তবে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে।

✍️ পিটিসি ক্লিক ❔

পিটিসি এর পূর্ণরূপ হল paid to click। এটি মূলত টাকা দিয়ে কিনা ক্লিক। কি বুঝতে সমস্যা হচ্ছে? তো বুঝিয়ে বলছি; কিছু এমন পাব্লিশার আছে যারা নিজের ব্লকে বা ওয়েবসাইটে টাকার বিনিময়ে লোকদেরকে নিজের সাইটে নিয়ে আসেন এবং নিজের সাইটের বিজ্ঞাপন ক্লিক করায় । বিজ্ঞাপন ক্লিক করার জন্য তাদেরকে টাকা দিয়ে বিজ্ঞাপনে ক্লিক করার জন্য বাধ্য করা হয়। এটি গুগল এডসেন্স ‌এর নীতির বাইরে। এটা google এডসেন্স একাউন্ট তখন সেটিকে ইনভেলিড ক্লিক হিসেবে গণনা করে নেয়। তবে ডিজেবল করার আগে google এডসেন্স ওয়ার্নিং হিসেবে কয়েকবার এডলিমিট করে দেয়। এডলিমিট শেষ হওয়ার পর পুনরায় যদি আবার এরকম অবৈধ কাজ করা হয় তবে গুগল এডসেন্স চিরতরে একাউন্টটি কে ডিজেবল করে দেয়।

আশা করি আপনারা এ দুটো জিনিস মাথায় রাখবেন। এরকম কাজ করবেন না। যদি আপনি নিজেকে গুগলের থেকে বেশি স্মার্ট ভাবেন, তবে এটা বোকামি ছাড়া আর কিছুই না।

এই দুটি মূল কারণ ছাড়াও আরো কিছু কারণ আছে গুগল এডসেন্স ডিসেবল হয়ে যাওয়ার আমি সেগুলো পয়েন্ট আকারে নিচে লিখে দিচ্ছি আপনারা দয়া করে মনোযোগ সহকারে পড়বেন, এবং এসব করা থেকে বিরত থাকবেন নয়তো আপনাদের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে।

গুগল অ্যাডসেন্স ডিজেবল হওয়ার পেছনে অন্যান্য কারণসমূহ

✍️ নিজের ব্লক ইউটিউব ওয়েবসাইটে ক্লিক করা।

✍️ আপনার বিজ্ঞাপনে ক্লিক করার জন্য অন্য কাউকে টাকা প্রদান করা।

✍️ অ্যাডাল্ট কোন কিছু আপলোড দেয়া
আপনার ওয়েবসাইট ইউটিউবে প্রাপ্তবয়স্কদের কোন বিষয়বস্তু আপলোড করা তা লিখে হোক ভিডিও করে হোক।

✍️ গুগল এডসেন্স এলাও করে না এরকম ভাষা ইউজ করা।

✍️ বেশি মাত্রায় এডসেন্স একাউন্ট ব্যবহার করা

✍️ অটো ভিজিটর ব্যবহার করা

শেষ কথা 

আশা করে যদি আপনি এই নিয়মগুলো সম্পন্নভাবে মেনে চলেন, তবে আপনার গুগল অ্যাডসেন্স একাউন্ট ডিজেবল করা হবে না। এক কথায় আপনি যেটা বৈধ নয় অবৈধ এরকম কোন উপায় ব্যবহার করে একাউন্টে উপার্জন করার চেষ্টা করবেন না। 🔚

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url