কিভাবে তাকওয়া অর্জন করব
তাকওয়া শব্দের অর্থ;
তাকওয়া শব্দটা আরবী وقاية থেকে আরবীতে এর অর্থ রক্ষা করা। যেমন; وقنا عذاب النار-( 261)
and cover us from the discipline of the fire. "তাক্বওয়া" শব্দের অর্থ হচ্ছে সাবধানতা, যত্ন, ভয় বলতে পারেন। কিন্তু ভয় তাক্বওয়া শব্দের ভালো অনুবাদ নয়।
নিজের প্রতিরক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেয়া হয় তার নাম ই তাকওয়া, ভয় নিজে নয় । প্রতিরক্ষার সাথে বিপদের সম্ভাবনা থাকায় ভয় অর্থ নেয়া হয়েছে। ভয়ের কারণে যে পদক্ষেপ গ্রহণ করো সেটাই তাক্বওয়া । যেকোনো ধরনের সমস্যা থেকে নিজেকে রক্ষা করার জন্য যে ব্যাবস্থাপনা গ্রহণ করা হয় তার নাম-ই তাকাওয়া।
এমনো হতে পারে কেউ একজন ভয় পেলো কিন্তু প্রতিরক্ষার জন্য ব্যাবস্থা নিল না, তার তাকওয়া নেই। অন্যদিকে যে ভয়ের কারণে প্রতিরক্ষামূলক ব্যাবস্থা নিলো সেটাই হলো তাকওয়া ।
তাকওয়ার পরিচয়;
আমি তাকওয়ার পরিচয় সূরা আলে ইমরানের ৭৬ নং আয়ত থেকে তাকওয়ার পরিচয় দিবো আল্লাহ্ বলেন;
But yes, one who fulfills his commitment and fears Allah, surely Allah loves those that sweat Him.( 376)
আমরা ভাবি "তাকওয়া" হলো অধ্যাতিকতার একটা ব্যাপার- সেপার । যত বেশি প্রার্থনা করবেন, দোয়া করবেন, যত বেশি আধ্যাতিকতার কাজে জড়াবেন ততো বেশি "তাকওয়া" বৃদ্ধি করবে।
আজকাল হয়তো মানুষ নৈতিকতাকে বাদ দিয়ে ভাবে; "তাক্বওয়া" বাহ্যিক অবয়বে, হয়তো ইসলামের বাহ্যিক কিছু আনুষ্ঠানিক আচারে তারা মানুষের সাথে কি আচরণ করছে সেটার তোয়াক্কা নেই । অথচ আল্লাহ্ যেন আয়তে কারিমায় বলছেন আপনার ভিতরটার সাথে মিল রেখে আপনার বাহ্যিক আচরণ প্রকাশ হওয়া উচিৎ ।
এই আয়ত দ্বারা আল্লাহ্ বলছেন যারা প্রতিশ্রুতি পূরণ করে তারাই "তাকওয়ার" প্রমান দেয়,
যারা অঙ্গীকার রক্ষা করে তাদের "তাকওয়া" আছে।
যেন আল্লাহ্ দুইটা বিষয়কে সমান বলছেন ।
এই আয়ত অনুযায়ী আমাদের পিতা- মাতা, আমাদের স্ত্রী ও সন্তানাদি, বন্ধু- বান্ধব, আমাদের আত্মীয়স্বজন, ও অন্যান্য মানুষদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা সঠিক ভাবে পালন করা ।
কিভাবে "তাকওয়া" অর্জন করবো।
যখন আপনার মনে একথাটা সবসময় থাকবে যে, "you are watched" কুরআন এটাই বলেছে যে-
ان الله بما تعملون بصير
তোমরা যা করছো তা আল্লাহ পর্যবেক্ষণ করছেন।
যদি অনুভূতি আমাদের অন্তরে তৈরি হয়ে যায় যে, আমি কারো চোখের সামনে আছি। কেউ আমাদের পর্যবেক্ষণ করছেন। এবং কারো কাছে গিয়ে নিজের হিসাব দিতে হবে। তো এর নামই তাকওয়া। আশা করি আমরা এখন থেকে আধ্যাত্মিকতা ও দায়িত্ব পূরণ করে সঠিক "তাকওয়া" মেনে চলবো । আমিন

❤️❤️