টেলিগ্রামের আশ্চর্য কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে

র্তমান বিশ্বে ওয়াটসাপ ও ইমোর পাশাপাশি টেলিগ্রাম ইউজারদের সংখ্যা বেড়ে চলছে। আবার বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও টেলিগ্রাম ব্যাবহারকারীর সংখ্যা বাড়ছে। এর অসাধারণ সব ফিচার ও সমূহ সুবিধার কারণেই অ্যাপটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। 

টেলিগ্রামের আশ্চর্য কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে


টেলিগ্রাম এর সব ফিচারের মধ্য হতে একটি ফিচার হলো বট এর সুবিধা । আজকের পোস্ট আপনার জন্যে বেশ গুরুতবপূর্ণ। কিছু বট এর সন্ধান দিবো যা আপনার কাজে আসবে। চলুন জেনে আসি বট গুলো কি কি


১ জিমেইল বট


টেলিগ্রামের আশ্চর্য কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে


আপনি চাইলে আপনার জিমেইল বক্সে আসা ইমেইল গুলো এই বটের মাধ্যমে অ্যাকসেস করতে পারবেন । ইমেইল রিসিভ সহ ইমেইল সেন্ড করা ও পড়া সব কিছুই করতে পারবেন এই বটের মাধ্যেমে আপনার যদি অধিকাংশ সময় টেলিগ্রামে কাটে তবে এই বটটি আপনার জন্য।

২ IFTTT বট


টেলিগ্রামের আশ্চর্য কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে


এই বটের জনপ্রিয়তা বিশ্বে বেশ অর্জন করেছে। এর মাধ্যেমে আপনার পোস্ট বা পিক সহজেই সোশ্যাল নেটওয়ার্কসে অটো শেয়ার করতে পারবেন। আর এজন্যই এর ব্যাবহার ইউজারদের কাছে বেশ আকর্ষণীয় ফিচারটি যেমন আপনার সময় বাঁচাবে সেই সাথে আপনার কষ্টও লগু হবে। কষ্ট করে আপনার ব্লগ বা ওয়েবসাইটের পোস্টগুলো শেয়ার করতে হবে না। আপনার কাজটাই এই ফিচারটি করে দিবে। তাই আপনার যদি ওয়েবসাইট থাকে তবে আপনি এটি ইউজ করতে পারেন।

৩ টেক্সট টু স্পীচ বট


টেলিগ্রামের আশ্চর্য কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে


নাম থেকেই বটটির কাজ বুঝা যায়। টেক্সট টু স্পীচ। মানে বটটিতে যদি আপনি কোন একটা টেক্সট লিখে সেন্ড করে দেন তাহলে আপনার টেক্সটটিকে বট অটো স্পীচ ফাইলে কনভার্ট করে দিবে একাধিক ভাষায় টেক্সট টু স্পীচ করা যাবে এই বট এর মাধ্যেমে।

৪ স্টিকার ডাউনলোড বট


টেলিগ্রামের আশ্চর্য কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে


এই বটটি হল স্টিকার এর এক খনি। এখন থেকে স্টিকার JPG, PNG, WEBP ফরমেটে ডাউনলোড করে মেসেঞ্জার, ওয়াটসাপ ও সহ দৈনন্দিন চ্যাট অ্যাপে ব্যাবহার করতে পারবেন। এছাড়া সম্পূর্ন স্টিকার প্যাক জিপ আকারে ডাউনলোড দিতে পারবেন।

৫ ইনস্টগ্রাম বট ও ইউটিউব ডাউনলোডার বট


টেলিগ্রামের আশ্চর্য কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে

টেলিগ্রামের আশ্চর্য কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে


এছাড়াও অনেকে ইউটিউব ও ইনস্ট্রাগাম এর ভিডিও ডাউনলোড করতে চান সে জন্য কষ্ট করে VIDMATE ডাউনলোড দেন আবার অনেকে ওয়েবসাইট ব্যাবহার করার চেষ্টা করে কিন্ত আপনি চাইলে সহজেই ইউটিউব বা ইনস্ট্রাগম এর মত ভিডিও টেলিগ্রাম এর মাধ্যেমে ডাওয়নলোড দিতে পারবেন।

৬ ফাইল কনভার্ট টেলিগ্রাম বট


এই বটটি ব্যাবহার করে অসংখ্য ফরমেটে ফাইল কনভার্ট করতে পারবেন। অডিও থেকে ভিডিও বা ভিডিও থেকে অডিও ফরমেটে ফাইল কনভার্ট করতে পারবেন

৭ URL শর্টেনর বট



টেলিগ্রামের আশ্চর্য কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে


অনকে সময় দেখা যায় অনেক লিংক অনেক বড় থাকে সেই বড় লিংটাকে ছোট করার প্রয়োজন পড়ে আমরা ছোট করার জন্য কষ্ট করে গুগলে সার্চ করে বিটলি বা URL শর্টেনর যে সাইট ভিজিট করে ইউআরএল শর্ট করি কিন্ত আপনি চাইলে খুব সহজেই এই বটটি ইউজ করে বিটলী ও টিনিইউআরএল.কম ওয়েবসাইট দুটি ব্যাবহার করে ইউআরএল শর্ট করতে পারবেন। 

৮ DropMail.me


টেলিগ্রামের আশ্চর্য কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে


এই বটের সাহায্যে টেম্পোরারি ইমেইল বানানো যাবে এবং এই বটের মাধ্যেমে আপনার বানানো ইমেইলে কে কি পাঠাচ্ছে সেটারও অ্যাকসেস নিতে পারবেন দেখতে পারবেন। এটা আপনার খুবই কাজে লাগতে পারে। যে সমস্ত সাইট আপনার কাছে নির্ভরযোগ্য মনে না হয় সেখানে চাইলে এই ইমেইল ইউজ করতে পারবেন। নিউ অ্যাড্রেস লিখে পাঠালে তারা আপনাকে ইমেইল দিবে। 

এই ফিচার গুলোর মধ্যে হতে কোনটি আপনার কাছে ভালো লেগেছে সেটি কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। 
Previous Post
No Comment
Add Comment
comment url