আকিকার গুরুত্ত ও ফজীলত। আকিকা দেওয়ার নিয়ম। বিস্তারিত

আকিকা হল এমন একটি ইসলামী প্রথা যা একজন নবজাতক শিশুর জন্ম উপলক্ষে প্রাণী কুরবানী করার মাধ্যমে পালন করা হয়। আকিকা শব্দটি আরবি। এটি عق শব্দ থেকে নির্গত হয়েছে, এর মানে হচ্ছে কাটা বা আলাদা করা। ইসলামে এই প্রথা গুরুত্বপূর্ণভাবে পালন করা হয় নবজাতকের জন্য একটি ছাগল বা ভেড়া কুরবানী দেওয়া এবং গরিবদের মধ্যে মাংস বিলিয়ে দেওয়ার মাধ্যমে আকিকা সুন্নত হিসেবে ইসলামী শরিয়া সুন্নত হিসেবে আখ্যায়িতকরছে।

ছবি: সংগ্রহীত

আকিকার আভিধানিক অর্থ

শব্দটি আক্কুন মাসদার থেকে নির্গত এর অর্থ হচ্ছে কাটা, বা পৃথক করা। কারো কারো মতানুসারে বিদ্যুতের ঝলককে আকিকা বলা হয়।

আকিকার পারিভাষিক অর্থ।


নবজাতক শিশু ভূমিষ্ট হওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় ও আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করনার্থে পশু কোরবানি করাকে আকিকা বলে। একে সুন্নতে মুয়াক্কাদা অর্থাৎ নিশ্চিত সুন্নত বলা হয়।

আকিকা দেওয়ার নিয়ম ও ফজিলত।


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- As long as the child is not aqiqa, he he is barred from intercading for his parents.(Ashyatul Lum'at, 3rd volume, 512 pages)

একটি শিশুর জন্মের পর সপ্তম দিনে কোরবানি দিতে হয় যাকে আকিকা বলে। এবং তার চুল ফেলে দেওয়া হয় এবং তার জন্য একটি নাম রেখে দিতে হয়। কারো যদি সমার্থ না থাকে সপ্তম দিনে আকিকা দেওয়ার তবে সে ১৪দিনের মাথায় আকিকা করতে পারবে যদি তাও না পারে তবে এক বিংশদিনে দিতে পারবে আর যদি এতেও সক্ষম না হয় তবে তার সন্তানের যৌবনের আগে যেকোনো সময় করতে দিতে পারবে। কিন্তু আকিকা ফরজ বা ওয়াজিব নয়। তাই যে ব্যক্তি এটি বিলম্বে করবে বা মুস্তাহাবের সময়ে করবে না তার উপর কোন পাপ হবে না যদিও সে আকিকার ফজিলত ও পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু কারো যদি সামর্থ্য থাকে আকিকা দেওয়ার তবে সে এটি স্থগিত রাখতে পারবেনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন- যে ব্যক্তি সন্তানের জন্য আকিকা দেওয়ার নিয়ত করে তবে সে যেন তা পূর্ণভাবে পালন করে। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
There is a provision to perform aqiqah with the child. Slaughter the beast for him and remove the hair from the newborn child's head. If the new-born child is a boy, two goats of equal size are for boy, And if the new-born child is a girl, a goat should be offered for her to perform aqiqah.

আকিকার গোস্ত বিতরণ করার নিয়ম।


আকিকার গোস্ত বিতরণ করার নিয়ম হল তিন ভাগ করবে তো এর থেকে এক অংশ নিজের জন্য এবং এক অংশ গরিব মিসকিনদের কে দান করে দিবে আর বাকি এক অংশ আত্মীয়-স্বজনদের মধ্যে বন্টন করে দিবে আর এমন করে দেওয়াটা হলো সুন্নত আর যদি ইচ্ছা হয় তবে আকিকার মাংস রান্না করে আত্মীয়-স্বজন এবং গরিব মিসকীনদের কে খাওয়াতে পারবে।

আকিকার দোয়া।


আল্লাহুম্মা হাযিহী আকিকাতু ইবনী ফুলানিন দামুহাবিদামিহী ওয়া লাহমুহা বিলাহমিহী ওয়া আজমুহা বিআযমিহী ওয়া জিলদুহা বিজিলদিহী ওয়া শা”রুহা বিশার”রিহী আল্লাহুম্মাজআলহা ফিদাআল্লি ইবনী মিনান্নার।ইন্নিওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি অল আরদা মিল্লাতা ইবরাহিমা হানীফাও অমা আনা মিনাল মুশরিকীন । ইন্না সলাতি ওয়া নুসুকি অমাহ ইয়াইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামীন। লাশারিকালাহু ওয়াবিজালিকা ওমিরতু আনা আওয়ালুল মুসলিমীন। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিছমিল্লাহি আল্লহুআকবার । এ দোয়া পড়ে পশু জবাই করা শুরু করবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url