পর্দা করা সহজ নাকি কঠিন


পর্দা করা সহজ নাকি কঠিন


আপনি হয়ত বলবেন যে হুজুর আমরা চার ভাই একই বাড়িতে বসবাস করি, সকলেরই স্ত্রী আছে, কিভাবে পর্দা মানা সহজ হবে? এখানে পর্দা মানা তো খুব কঠিন। কিন্তু আমি বলব এমতাবস্থায়ও পর্দা করা একেবারেই সহজ। হয়তো বলবেন- হুজুর কিভাবে সহজ?

তাহলে শুনুন - পুরুষ মহিলাকে দুই গ্রুপকে দুটি কাজ করতে হবে । কাজটি করতে কোনো কষ্ট হবে না এবং টাকা পয়সাও খরচ হবে না, সহজেই পর্দা উপর আমল হয়ে যাবে। কী কাজ? আপনি বাহির থেকে এসে বাড়িতে ডুকবেন, হয়তো আপনার ভবি উঠানে কাজ কর্মে ব্যাস্ত আছে, তাই আপনি বাড়িতে ঢুকার পূর্বে একটু আওয়াজ দিয়ে গলা পরিষ্কার করে নিবেন এতে কি আপনার 10 টাকা খরচ হবে? না, কোনো খরচ হবে না। আপনার এই আওয়াজ আবার ভবি যখন শুনবে, সম্ভব হলে সে উঠান থেকে সরে পর্দার আড়ালে চলে যাবে। আর যদি সম্ভব না তাহলে ভবি মাথার কাপড়টা টেনে মুখে ঝুলিয়ে দিবেন। এতে কি ভাবির 10 টাকা খরচ হবে? না, কোনো খরচ হবে না, কষ্টও হবে না। তো ভাবি চেহারার সামনে ওড়না ঝুলিয়ে দিল আর আপনি তার পাশ দিয়ে হেঁটে চলে গেলেন। এতে পর্দা না করার কোন গুনাহ তো হয়নি বরং পর্দা করার মত ফরজ আমলের সওয়াব আপনাদের উভয়ের আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ।
এবার বলুন পর্দা করা সহজ না কঠিন? সহজ! আজ থেকে আমল শুরু করে দিন। পর্দার উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ নারী ও পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন করে নেই ছেলে ও মেয়েদের শিক্ষা ব্যবস্থা ভিন্ন করে নেই সহ শিক্ষা পরিহার করি দেখবেন শান্তি আমাদের কদম চুম্বন করবে। এখন সহশিক্ষা অনেক ছড়িয়েছে তাই বলে সহশিক্ষার স্কুল ই ভর্তি করতে হবে কেনো আমাদের বাচ্চাদের গার্লস আর বয়েস এ ভর্তি করতে পারি। মূলকথা হলো- আমাদের মানবজাতির কারখানা মাতৃ জাতিকে যদি ঠিক রাখতে হয় তবে প্রধান ও অন্যতম কাজ হল তাদেরকে পর্দায় রাখতে হবে। তবেই তারা ঠিক থাকবে এতে নারীর অধিকার লঙ্ঘন হয় না বরং নারীর অধিকার প্রতিষ্ঠা হয় এবং নারীর নারীত্বও সংরক্ষিত থাকে। কারণ নারীর ক্ষেত্র পর্দার আড়ালে আর পুরুষের ক্ষেত্র বাইরে। প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে থাকলেই অধিকার প্রতিষ্ঠা হয়। ক্ষেত্র ছেড়ে বেরিয়ে আসলে অধিকার লঙ্ঘন হয়। সর্বত্র অশান্তি ছড়িয়ে পড়ে।

আমাদের দেশের প্রধানমন্ত্রীর কর্মক্ষেত্র বাংলাদেশ তিনি যদি ভারতে তার মন্ত্রিত্ব খাটাতে চান তাহলে শান্তি আসবে না অশান্তি বাড়বে। ভারতের প্রধানমন্ত্রীর কর্মক্ষেত্র হলো ভারত তিনি যদি বাংলাদেশে তার মন্ত্রিত্ব খাটাতে চান তাহলে শান্তি আসবে না বরণ অশান্তি বাড়বে। তেমনি নারীরা তাদের ক্ষেত্র পর্দার আড়াল ছেড়ে বেপর্দায় পুরুষের ক্ষেত্রে এসে পড়লে শান্তি আসবে না বর অশান্তি বাড়বে।







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url