কলার থোর এর উপকারিতা



কলা গাছ বিভিন্ন প্রকারের পুষ্টিকর খাবারের উৎস এটা সারা বছরই পাওয়া যায় এমন একটি ফল কলা গাছের যে শুধু কলাই উপকারী তা নয় এর পাতা, ফুল, মুচা, কান্ড ও থোর সবই উপকারী।

কলার মোচার ছবি
ছবি: সংগ্রহীত 


ছোট বড় সকলের জন্যই কলাগাছের এই বিভিন্ন অংশ ভীষণ উপকারী। 

কলার মোচার উপকারিতা।


বিশেষজ্ঞরা বলেন; কলা বিভিন্ন ভিটামিনের ও পোটাশিয়ামে ভরপুর। কলা গাছের পাতা হজমে খুব সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। যারা প্রায় এসিডিটি গ্যাসের সমস্যায় ভুগেন তারা যদি কলার থোর এবং মোচা খায় তবে, তারা এই এসিডিটি বা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে পারে। কলার মোচা ব্যথা উপশমে সাহায্য করে। প্রজেস্টেরন উপাদান বৃদ্ধি করে রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।

কলার মোচা পেটের বিভিন্ন সমস্যা যেমন-কোষ্ঠকাঠিন্য এসব নিয়ন্ত্রণে রাখে। মন ভালো রাখতে মোচাতে আছে। ম্যাগনেসিয়াম উদ্বেগ ও হতাশা কমায়। মন সতেজ রাখে। দেহ গঠনে কলার মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ। তাই, কলার থো়র দেহ গঠনের ক্ষেত্রে খুব সাহায্য করে। মোচায় লৌহ অর্থাৎ আয়রন আছে। এনিমিলিয়া বা রক্তস্বল্পতা দূর করতে দারুন সহায়তা করে মোচা। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এই কলার মোচা খুবই উপকারী এটা ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। মোচায় রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস এক্সাম। শিশুদের দাঁত ও হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে। তাছাড়া বয়স্ক নারী পুরুষ শারীরিক পরিশ্রমকারী ব্যক্তিদের জন্য মোচা খুবই উপকারী। চুলে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে মুছা খুব সাহায্য করে। বিভিন্ন হেয়ার কন্ডিশনার এর মধ্যে এই এই সিলকার উপাদান থাকে। যাতে চুলের ভলিউম বেশি মনে হলেও চুল সফট হয় কলার মোচা প্রাকৃতিক উপায়ে সবকিছুর উপকার করে আজ‌ই ব্যবহার করুন। কলার মোচা অকালে বৃদ্ধ হওয়া উপহাসের ছাপ পড়া থেকে রক্ষা করে। গঠন উন্নত করতে সাহায্য করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url