আহলে হাদিস কারা
আহলে হাদিস শব্দের অর্থ
আহলে হাদিস শব্দটি ফারসি। এর অর্থ হাদিসের অনুসারী আরবীতে একে আসবে হাদিস বলে। সাধারনত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীকে মুসলিমরা হাদিস বলে থাকে। মূলতঃ এই হাদীসকে সরাসরি অনুসরণ করতে গিয়ে কিছু কিছু নামধারী মুসলিমরা মাযহাবের অনুসরনের বিরোধিতা করে। ফলে তারা নিজেরা আহলে হাদিস নাম ধারণ করে।
ঐ সকল লোক ই নিজেদেরকে আহলে হাদীসের পরিচয় দান করেন যারা কোরআন এবং সহীহ হাদীসের নিরপেক্ষ অনুসারী বলে দাবি করে। বাংলাদেশ কোথাও কোথাও তাদেরকে মুহাম্মদী বা রফাইদানি বলা হয়। ইংরেজদের সময়ে তাদেরকে ওয়াহাবি নামে ডাকা হতো।
বর্তমান সময়ে অনেক আহলে হাদিসরা নিজেকে সালাফী বলে পরিচয় দিচ্ছেন। ১৯৩০ সালে একটি ছোট রাজনৈতিক দল হিসেবে ভারতে এই আহলে হাদীস দল গঠন করা হয়। আল্লাহ তায়ালা উলামায়েকেরামকে কোরআন হাদিস থেকে মাসআলা বের করার যে অলৌকিক ক্ষমতা দিয়েছেন অন্যদের তা প্রদান করেননি। তাই সাধারন মানুষকে এই মাযহাবের অনুসরণ করতে হবে। তাদের বের করা মাসআলা ওপর আমল করতে করতে হবে।
কিন্তু এই আহলে হাদিস নামের লা মাযহাবীরা তা অস্বীকার করছে। যা খুব দুঃখ জনক ব্যাপার। এরা সরাসরি হাদীসকে অনুসরণ করতে গিয়ে হাদিসকে বিকৃতি করে ফেলছে। আর সেই বিকৃত হাদিস দিয়ে আমল করার অপচেষ্টায় লিপ্ত এই আহলে হাদিস ফেরকাটি। আর মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এরা মানুষের মধ্যে খুব সহজেই সন্দেহ সৃষ্টি করে দিতে পারে। আর তাদের এই মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করার প্রদান কৌশল হলো- মিথ্যাচার আর বিকৃত সহি হাদিসএর ফুলযোরি।
রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বলেছেন- আমার মৃত্বর পর আমার উম্মতের মধ্যে এক জাতির আবির্ভাব ঘটবে যারা কোরআন পড়বে আর কোরআন পড়ার কণ্ঠ মুধূর মত হবে। কিন্তু এরা কোরআন এর সব আয়াত এর ওপর বিশ্বাস স্থাপন করবে না।
আহলে হাদিস কারা এদের চিনার উপায় কি।
আহলে হাদিসদের চিনার কতিপয় কত গুলো বৈশিষ্ট হলো; এরা কোনো মাযহাবের অনুসারী নয়। আর যারা মাযহাব মানে মাযহাব মেনে আমল করার চেষ্টা করে তাদের মুশরিক মনে করে। এরা বুখারী শরীফে বিশ্বাসী। অন্য কোনো হাদীসের কিতাব মানতে চায় না। এরা নামাজ জিকির এর দিক দিয়ে তেমন গুরুত্ব দেয় না। কিন্তু এরা শিরক, কুফরীর দিক দিয়ে খুব কঠোর থাকে।এরা কোনো হাদীসের কথা মানতে চায় না যদি না তারা হাদীসের কোনো দলিল বুখারী থেকে না পায়। এরা শায়েখের অন্ধ ভক্ত। তাই তারা আলেমদের কাছে যেতে নারাজ। এমন আরও অনেক বৈশিষ্ট আছে এখানে কতিপয় কত গুলো বৈশিষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের কে এই সমস্ত গোনাহ্, লা মাযহাবীদের থেকে হেফাজত করুক। আল্লাহ তায়ালা নির্দেশ মুতাবেক রাসূল সাঃ এর হাদিস মুতাবেক চলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অপরিহার্য। আর আহলে হাদিস এই জামাতের বিপরীতে। আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য ঈমান আমল ঠিক রাখার জন্য তাদের থেকে নিজেকে হেফাজত করা অত্যন্ত জরুরি। বর্তমানে তারা মিডিয়ার মাধ্যেমে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে ।
