ইসলামের মর্মকথা নিরাপত্তা ও শান্তি

মোমিন তো সেই যার থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।




ইসলাম একটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন ব্যবস্থা। ইসলামের বাহিরে অন্য কোনো ধর্ম এত সুন্দর করে মানব জাতিকে সুশৃঙ্খল জীবন উপহার দেয়নি। রাসূলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়লগ্ন যখন ঘনিয়ে এলো সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আহুম কে নিয়ে দশম হিজরীতে বিদায় হজ্ব পালন করেন। সেই হজ্জে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলেন - "আর আমি তোমাদের জন্য ইসলামকে অনুমোদন দিয়েছি। ইসলাম অভিধানিক অর্থে -
• আনুগত্য ও 
• আত্মসমর্পণ ।
• আল্লাহর আদেশ-নিষেধ বিনা শর্তে মেনে নেয়া।
• ও শান্তি বা নিরাপত্তা।
এর অর্থের ভিতরে শান্তি ও নিরাপত্তার অর্থ নিহিত আছে। অর্থাৎ যে সর্বশক্তিমান আল্লাহর আনুগত্যের মাধ্যমে নিজেকে সকল প্রকার দোষ-ত্রুটি থেকে নিজেও নিরাপদ থেকে অন্যকে নিরাপদ রেখে সৎকর্ম সমূহ সম্পাদন এর মাধ্যেমে চিরস্হায়ী শান্তির পথ অর্জন করা। 
এর অর্থের ভিতরে নিরাপত্তার অর্থ প্রস্ফুটিত হয়। আমরা কি বাস্তবিক অর্থে সেটা ফলো করছি? 
আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বলেন - মুসলিম সেই যার হাত ও যবানের মাধ্যেমে অন্য মুসলিম নিরাপত্তা পায়। আজ সে চর্চার অভাব প্রকট। ইসলামের শিক্ষার ছায়া যেনো আমাদের ধরা ছুঁয়াতেই নেই।
আমি এই টপিক নিয়েই আজ কিছু লিখবো ভাবছি। একজন মুসলিম তার কথার দ্বারা যেমন গালমন্দ, নিন্দা বা গীবত, অপবাদ, বা উপহাস ইত্যাদি আবার হত্যা, চুরি, ছিনতাই ইত্যাদি থেকে অপর ভাই নিরাপদ থাকবে। ইসলামে এক মুসলমান অপর মুসলমান দেখা সাক্ষাৎ হলে ধর্মের রীতি হলো সম্ভাষণরীতি; সালাম বা নিরাপত্তা কামনা। আমার দ্বারা কারো নীরাপত্তা বিঘ্নতা কিভাবে ঘটবে সেটার জন্য তো আমরা মোমিন বা মুসলিম হিসেবে স্বীকৃতি পায়নি। মুমিন শব্দ একই অর্থ প্রকাশ করে - বিশ্বাসী ও নিরাপত্তা প্রদানকরি। সে হিসেবেই আমরা চুক্তিবদ্ধ। এই জিনিসটা সরাসরি ইসলামের সাথে সম্পৃক্ত। করো মাঝে এর ঘাটতি পাওয়া মানে তার যেনো ইসলাম ই নেই। আজ ধর্মের নামাজ রোজা নিয়ে যতটা আলোচনা হয় বা করি ততটা কিন্তু মানুষের নিরাপত্তা নিয়ে আলোচনা করিনা তাই তো আমার দ্বারা অন্য কষ্ট পায়। গীবত থেকে বাঁচতে পারিনা নামাজ পড়া সত্বেও। দিনের অন্যান্য বিষয় পালন করার পাশাপাশি বাহ্যিক আচার আচরণের প্রতিও লক্ষ রাখা উচিত আমাদের। আল্লাহ কবুল করুক! আমিন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url