ক্রোধ

ক্রোধ নিয়ন্ত্রণের সহজ উপায়।


Anger

আমার থেকে কিছু বলবো না আল্লাহ যেভাবে বিষয়টাকে বুঝাতে চেয়েছেন সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করব।

وما اوتيتم من شيء فمتاع الحياة الدنيا
"তোমাদের যা কিছু তা হয়েছে সবকিছু পার্থিব জীবনের সামগ্রী"  এসব কিছুই তাৎপর্যহীন।

আমরা এগুলা নিয়েই পড়ে আছি। অথচ আল্লাহর কাছে এগুলার কোন মূল্যই নেই।
আপনাকে যা কিছু দেয়া হয়েছে তা হলো ব্যবহার সামগ্রী মাত্র। متاع অর্থ এমন কিছু যা আপনি ব্যবহার করেন কিন্তু উপভোগের প্রয়োজন নেই।
মাতা তৎকালীন আরব রা বাসন পরিষ্কার করার মাজনকে বলা হত।
আপনাকে যে সমস্ত সামগ্রী দেয়া হয়েছে এই পার্থিব দুনিয়ায় তা শুধু এখানেই ব্যবহার করার জন্য আর আল্লাহর কাছে যেগুলা আছে সেগুলো উত্তম দ্বিতীয়তঃ সেগুলা চিরস্থায়ী
وما عند الله خير وابقى
এবং আল্লাহর কাছে যা আছে সেটা উত্তম ও চিরস্থায়ী।
আপনার যদি একটা বাড়ি থাকে তাহলে আল্লার কাছেও আপনার একটা বাড়ি আছে আর আল্লাহর কাছে যে বাড়ি আছে এটা চিরস্থায়ী ও উত্তম আপনার একটা সঙ্গী আছে আর আল্লাহর কাছেও আপনার একটা সঙ্গী আছে আল্লাহর কাছে যে সঙ্গী আছে সেটা চিরস্থায়ী ও উত্তম।
তাহলে এই দুনিয়াটা যদি আপনার কাছে কিছুই না মনে হয় তাহলে আপনি যখন কিছু পাবেন বা হারাবেন তখন আপনার কোন কাজ করবে না আপনি রাগান্বিত হবেন না। সহজে শান্ত থাকতে পারবেন। আপনার কাছে বড় কিছু মনে হবে না বরং আপনি বলবেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
والذين يجتنبون كبائر الاثم والفواحش واذا ما غضبوهم يغفرون
And those who refrain from major sins, and refrain from indecent acts, and forgive people when they are angry.
বলেন বিশেষ করে যারা বড় ধরনের গুনাহ থেকে অর্থাৎ কাবিরা গুনাহ থেকে বিরত থাকে। কোন কিছু দেখার তাড়না জাগলো আপনি দেখে ফেললেন এতে আল্লাহ অসন্তুষ্ট হবেন কি হবেন না এটা আপনার মাথায় এলো না কারো সাথে যোগাযোগ করার তাড়ানো জাগলো আর আপনার মাথায় আল্লাহর সন্তুষ্টির কথা বা অসন্তুষ্টির কথা এলো না আপনি তা করে ফেললেন। আপনি যখন ক্ষিপ্ত হবেন আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। যে নির্লজ্জ সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না। সবারই রাগ আছে। আপনি আপনার সব কিছু যদি আখেরাতের উদ্দেশ্যেই হয়ে থাকে তাহলে আপনি রাগের অবস্থায়ও ক্ষমা করতে পারবেন। আল্লাহ বলেন তারা যখন ক্রোধান্বিত হয় তখন ক্ষমা করে দেয়। আপনাকে কেউ রাগান্বিত করলে বা ক্ষতি করলে আপনি প্রতিশোধ নিতে পারবেন এর বৈধতা ইসলামে আছে কিন্তু, কেন আপনি প্রতিশোধ নিবেন অথচ আল্লাহ বলেন যারা ক্রোধান্বিত হয়, এবং ক্ষমা করে দেয় তাদের প্রতিদান আল্লাহর কাছে। প্রতিদান এর বর্ণনা শুধুমাত্র এতোটুকুই যে এটা আল্লাহর কাছে আছে এতো বিস্তৃত যে এর বর্ণনা বলা হয়নি।
আল্লাহ আমাদের ক্ষমা করুন ও রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url